প্রিয়তমা রায়।
- নিখিলেশ সরকার।
- Jan 13, 2017
- 1 min read

ডায়েরীর সব পাতা খুলে দিলেম চোখের অনাবিল জলে, যে কোন দিন হারিয়ে যাবো জেনে আনমনে দেখে এসেছি মেঘে ভরা নীলাচল,স্মৃতি ভাসে প্রতিক্ষণে এসেছিলে শেষবার প্রতিদিনের মত বেদনার সমীরণে এ দেখাই শেষ দেখা জেনে আপন মননে........... এসো পাঠ কর হেলাল হাফিজ নির্দয় গগনে.... ভালোবাসার যুপকাষ্ঠে আমাকে পাঠ করার সময় কই চোখে চোখ রেখে শেষবারের মতো অতীত স্মৃতিচারণে? নিঃসঙ্গ পথ, হৃদয় গভীরে ক্ষত অশ্রুসিক্ত নয়নে।।।।।।
Comments