দুঃখ বিহার।
- নিখিলেশ সরকার।
- Jan 13, 2017
- 1 min read

একদিন ফিরতে হবে ফিরে না চেয়ে ফেলে আসা ওই পিছনটাকে ভুলতে হবে কারো শৈশব, কৈশোর স্মৃতি জড়ানো প্রিয় আঙিনাকে।
কবির লিখা কবিতার পাতায় ছন্দে পা মিলিয়ে হাটবে পিপিলিকা,
ঠিক কবির চিরন্তনী নিদ্রায় যেমন গা বেয়ে হাটে সমগ্র দেহক্ষেত্রে।
পিপিলিকার কামড়ে নেই পরিবর্তন নিশ্চুপ নিশ্বাস,আজ দেহ যেন ক্ষান্ত,খুব ক্লান্ত,
সব চেনা আঙিনা যেন তোমার অভাবে পুরোনো সেই স্বভাবে আজ শান্ত,পরিশ্রান্ত।
মুখে প্রতি নিশ্বাসে চলে যেন তামাকের হলি,বুকে ফুসফুসে দাগ লাগিয়ে প্রশ্বাস নিঃশব্দে পালায়।
বিশ্বাসের আয়না চুরমার করে কেইবা থাকতে চায় অশ্বথামা হয়ে পড়ে অভিশাপের মালা গলায়?
তারপরো পড়তে হয় প্রতিশ্রুতির সীমানা মাড়িয়ে কোন এক পূর্ণিমা বা অমাবশ্যায়
নিস্তব্দ লোকালয়ে যেখানে থামে কোলাহল, অস্থির ভাসতে তোমার অবহেলা-বঞ্চনার ভেলায়।
সব থাকে চিরচেনা পথে, জড় কিংবা জীব হয়ে নিজের আয়ুষ্কাল ধরে রাখার আশায়।
হাহাকার- বিচ্ছেদ- বিভিষিকা অশান্ত প্রেম নীরবে গড়াগড়ি খায় ফেলে আসা আঙিনায়।
Comments