top of page

এ যাওয়া তোমার স্বেচ্ছায় নয়।

  • নিখিলেশ সরকার।
  • Jan 13, 2017
  • 1 min read

অভিমানী বর্ণগুলো তোমায় হারিয়ে অনশনে, তোমার চলে যাওয়া দাড়ি হয়েছে প্রতিবাদী স্লোগানে।

বিশ্বাস আমার চলে যাওয়া তোমার স্বেচ্ছায় নয় সন্দেহ আমার আজ খুবই প্রবল,বিশ্বাসে ধরে নি ঘুনে।।

ঘরের গেছো ইঁদুর নীরবে কাটছে ঘরের বেড়া প্রতি ক্ষণে কিছু তাপস,দিয়াজ হয়তো যায় ঘর শত্রু বিভীষণে।

ক্ষমতা পাকাপোক্তের ধারায় সিংহ ভাদ্রে কেশর ঝড়ায় তুমি হারাওনিতো সেই ধারার দলীয় বিভক্তিকরণে???

দিয়াজ,তোমার মস্তিষ্কে ৫২, ৭১ এর অগ্নিঝড়া ইতিহাস, বীর প্রসবীনির সর্বোচ্চ বিদ্যাপীঠ তোমার ক্যাম্পাস।।।।

ইস্পাত কঠিন মনোবল আর,মুজিবাদর্শের সৈনিক তুমি পিচঢালা রাজপথে তোমার বিচরণ তুমি কাপুরুষ নও।

এই তো সেদিন- শিক্ষা,শান্তি,প্রগতির ঝান্ডা নিয়েছ কাঁধে ৫৬ হাজার বর্গমাইল জুড়ে এর আলো ছড়াবে বলে।।।। রাজনীতি বাদে তোমার কাঁধে একটি পরিবারের ভার, তুমিও নাড়ী ছেড়া কারো ধন, প্রিয় পিতার উত্তরাধিকার।

এই তো কিছু দিন আগে তোমার খোঁজে কারো নির্দেশে পরিকল্পিত হামলা তোমার পরিবার পরিজনের ভাগে। ছুটেছিলে থানায় বিচার পেতে প্রশাসনের সাহায্য নিতে সেদিন তুমি অসহায় ছিলে নগ্ন প্রশাসন বিচার বিভাগে।

তোমার যাওয়ার সাক্ষী তুমি যদিও এ আমার বিশ্বাস নয় নেতৃত্বের শপথে তুমি, একক মরণ তোমার পরিণতি নয় তুমি প্রতিবাদ-প্রতিরোধ,তোমাতে ছিল হাসি কান্না ক্রোধ সাহসী মিছলের অগ্রে তুমি,তোমাতেই ছিল ভাতৃত্ববোধ।

তেলের মণে,পাথির্ব উপঢৌকনে,কথার ব্যাকরণে নেতাকে তুষ্ট রাখার রীতিনীতি শিখনি,শিখাওনি।। এই কি ছিল দোষ? সংঘটনের প্রেমে সহযোদ্ধার ক্রন্দনে বাঁধা পড়েছিলে। তাইতোতোমার মাথায় আজ আত্মহত্যার রাজমুকুট।

সবাই ভুলে যাবে, হাজারো বিশেষণ দিবে,প্রিয়জন মুখ লুকাবে, বদনাম দেবে দীর্ঘ পথচলায়। তারপরো বলবো আমি এ আত্মহত্যা নয়,লাশকাটা ঘর দিয়াজের কাঙ্ক্ষিত লক্ষ্য নয়। দিয়াজ তুমি দেখ তুমি দাঁড়িয়ে আছো ঝুলে নাই ফাঁসিতে মরতে হলে,ঝুলতে হবে,পায়ের সাথে মেঝের এক হাত দুরত্ব থাকতে হয়।।।।।।।।

ভালো থেকো দিয়াজ।

 
 
 

Comments


  • Twitter

©2017 by PROTITI. Proudly created with Wix.com

bottom of page